শিমুলিয়ায় ৪ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন, ভাঙনের মুখে আরও একটি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ১১:২১
দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় ৪ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে। দুই নম্বর ঘাটও ভাঙনের আশঙ্কায় বন্ধ থাকায় এখন মাত্র একটি ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, বুধবার রাত ৩টা থেকে ভাঙন শুরু হয়; দুই ঘণ্টার মধ্যে ঘাটটি বিলীন হয়ে যায়। এ ঘাটটি ‘ভিআইপি ফেরিঘাট’ নামে পরিচিত ছিল।তিনি বলেন, “সাড়ে ৯ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ৮ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। ভাঙনের আশঙ্কায় থাকায় ২ নম্বর রোরো ঘাটও সকাল থেকে বন্ধ রাখা হয়েছে; সীমিত আকারে শুধু ১ নম্বর ঘাট দিয়ে ফেরি চলছে। ভাঙনের ফলে পার্কিং ইয়ার্ডও ছোট হয়ে আসছে। ঘাটের দোকান সরিয়ে নেওয়া হচ্ছে।