বন্ধ হতে হতে এখন পর্যন্ত টিকে আছে ১৯৫টি প্রেক্ষাগৃহ। স্টেশন হিসেবে আছে ১১০টি। নগদ টাকায় নতুন ছবি কিনে চালানোর মতো স্বাবলম্বী হল রয়েছে ৬৫টি। এ অবস্থায় এল করোনা। এখন নতুন ছবি এলেও কি বাঁচানো যাবে হল? বিশ্বের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান তাদের বড় বাজেটের ছবিগুলো এখন ছাড়তে চায় না। কেননা, এখন ব্যবসা হবে না। বাংলাদেশের হলমালিকেরাও নতুন ছবি ছাড়া হল চালু করবেন না।