খুলনা বিভাগে করোনা রোগী সাড়ে ১২ হাজার ছাড়াল

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২০, ১৬:৫৭

খুলনা বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বুধবার ১৪০তম দিনে রোগীর সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৮১৮। এদিকে খুলনা, যশোর, কুষ্টিয়ার পর বিভাগের চতুর্থ জেলা হিসেবে ঝিনাইদহে কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা। তিনি জানান, খুলনা বিভাগে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত নতুন ৩২০ জন শনাক্ত হন। বিভাগে নতুন করে ২৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৮ হাজার ৭৮ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার ৬৩ শতাংশের কিছুটা বেশি। বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us