পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ ট্রাজেডির ছয় বছর পূর্তি আজ মঙ্গলবার। ২০১৪ সালের এই দিনে মাঝ পদ্মায় দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। ছয় বছর পেরিয়ে গেলেও এখনো মারা যাওয়া ২১ জনের পরিচয় মেলেনি।
২০১৪ সালের ৪ আগস্ট ঈদের আনন্দ কাটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ফিরছিলেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ। সেদিন সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এমন বৈরী আবহাওয়ায় পদ্মা ছিল উত্তাল। এরই মধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চগুলো উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে। এদের একটি ছিল পিনাক-৬।