মহাজাগতিক রামাঞ্চকর দৃশ্য ধরা পড়ল জ্যোতির্বিজ্ঞানীদের টেলিস্কোপে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে যেখানে আগে ১০০টি তারা দেখা যেতে। এখন সেখানে প্রায় ২০০ টি তারা দেখা যাচ্ছে। সেই নক্ষত্র তারার খোঁজে টেলিস্কোপ মারফত মহাকাশষে চোখ রেখেছিলেন বিজ্ঞানীদের দল। তারা হঠাত্্ই দেখতে পান, সৌরজগতের ছায়াপথ মিল্কিওয়েতে আলোকোজ্জ্বল, বর্ণময় একটি ‘প্রজাপতি’র মতো আকারের কিছু একটা জিনিস। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি (ESO) টেলিস্কোপে ধরা পড়েছে এই রোমাঞ্চকর দৃশ্য।