মাস্ক-আরোগ্য সেতু বাধ্যতামূলক, জিমে রাখতে হবে ৬ ফুটের দূরত্ব
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৭:২৯
করোনা আবহের মধ্যেই বুধবার থেকে দেশদুড়ে খুলে যাচ্ছে জিম ও যোগা সেন্টারগুলি। আনলক ৩ পর্যায়ে জিম ও যোগা সেন্টার খুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল স্বাস্থ্য় মন্ত্রক। এবার করোনার বিরুদ্ধে সতর্কতা হিসেবে জিম ও যোগা সেন্টারগুলিতে কী সুরক্ষা বিধি পালন করতে হবে, তার গাইডলাইন প্রকাশ করা হল।
তবে কনটেইনমেন্ট জোনগুলিতে এখনও খোলা যাবে না জিম ও যোগা সেন্টার। কনটেইনমেন্ট জোন ছাড়া অন্যত্র জিম ও যোগা সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্পা, সনা, স্টিম বাথ, স্যুইমিল পুলের পরিষেবা এখনই পাওয়া যাবে না।