মাস্ক-আরোগ্য সেতু বাধ্যতামূলক, জিমে রাখতে হবে ৬ ফুটের দূরত্ব

এইসময় (ভারত) প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৭:২৯

করোনা আবহের মধ্যেই বুধবার থেকে দেশদুড়ে খুলে যাচ্ছে জিম ও যোগা সেন্টারগুলি। আনলক ৩ পর্যায়ে জিম ও যোগা সেন্টার খুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল স্বাস্থ্য় মন্ত্রক। এবার করোনার বিরুদ্ধে সতর্কতা হিসেবে জিম ও যোগা সেন্টারগুলিতে কী সুরক্ষা বিধি পালন করতে হবে, তার গাইডলাইন প্রকাশ করা হল।

তবে কনটেইনমেন্ট জোনগুলিতে এখনও খোলা যাবে না জিম ও যোগা সেন্টার। কনটেইনমেন্ট জোন ছাড়া অন্যত্র জিম ও যোগা সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্পা, সনা, স্টিম বাথ, স্যুইমিল পুলের পরিষেবা এখনই পাওয়া যাবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us