করোনাভাইরাস : ‘চলাচলে নিয়ন্ত্রণ’ ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৩:২০
নভেল করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে দেশে ‘সার্বিক কার্যাবলি/চলাচলে নিয়ন্ত্রণের’ মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। এ বিষয়ে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানা যায়। স্মারকে দেশের সার্বিক কার্যাবলি এবং জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে। স্মারকে বলা হয়, আগামীকাল ৪ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে। স্মারকে আরো বলা হয়, রাত