এবারের কোরবানির ঈদে দেশের বিভিন্ন স্থানে মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়ার ন্যায্য দাম পায়নি বলে অভিযোগ এসেছে। বিষয়টি জেলা প্রশাসকদের সঙ্গে সরকার যোগাযোগ করেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প সচিব কে এম আলী আজম। আজ রোববার দুপুরে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির কাঁচা চামড়া ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প সচিব এ কথা বলেন। শিল্প সচিব কে এম আলী আজম বলেন,কাঁচা চামড়ার বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখে যে মৌসুমি ব্যবসায়ীরা ভালো দাম পেল কি পেল না। চামড়া শিল্প বর্তমানে সম্ভাবনাময়। সরকার বিশ