মির্জাপুরে ঈদ উপহার হিসেবে বাড়ি করার জমি পেলেন বীরাঙ্গনা রবিজান
প্রকাশিত: ০২ আগস্ট ২০২০, ০৯:৫১
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী এবং এ দেশীয় কিছু রাজাকার ও আল বদরদের হাতে ইজ্জত হারানো অসহায় রবিজান বেগম (৬৬) ঈদ উপহার হিসেবে বাড়ি করার জন্য সরকারি খাস জমি পেলেন। পাচ্ছেন মুক্তিযোদ্ধার ভাতাসহ সকল সুযোগ সুবিধা। ঈদ উপহার হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পুলিশ বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে রবিজান বেগমকে বাড়ি করার জন্য জমির কাগজপত্রসহ জমি বুঝিয়ে দিয়েছেন। স্বাধীনতার ৪৯ বছর পর সরকারি খাস জমি এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতিসহ ভাতা এবং সকল সুযোগ সুবিধা পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।