রোনার প্রভাবে হাত ধোয়া একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোরবানির পর মাংস কেটেই হোক আর মসলা পিষেই হোক হাতে যে গন্ধ থাকে সেটা মোটেও শুধু স্যানিটাইজার কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে মিলিয়ে যাবে না। তাই নিমেষেই হাত গন্ধমুক্ত রাখতে কিছু কৌশল জেনে নিন। লেবুর জাদু মাংসের করা দুর্গন্ধ দূর করতে লেবু বেশ কার্যকরী। এক টুকরা লেবু হাতে ভালোভাবে ঘষে নিলে উপকার পাওয়া যাবে। লেবুতে অ্যাসিড থাকার কারণে তা অনেকের ত্বকে সহ্য হয় না। হাত রুক্ষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। সরিষার তেলও হাতের নমনীয়তা বজায় রাখে এবং গন্ধ দূর করতে সাহায্য করে।