You have reached your daily news limit

Please log in to continue


আনন্দ–বেদনার ঈদ

রাত ১১টা বাজে। বেইলি রোডে আমি আর রুনা ঘুরছি, ঈদের আগের রাত। বন্যার পানির মতো হু হু করা মানুষের ভিড়। এই ভিড় ঠেলে আমরা নিয়েছি কিছু টাওয়েল, মিনি সাইজের কাঁথা, বালিশ এসব। কয়েক সপ্তাহ পর প্রথম বাবা হব, এমন দুর্দান্ত অনুভূতি আমার ভেতরে। আশপাশের সবকিছু কচি লেবুপাতা রঙের মতো কোমল মনে হচ্ছিল আমার কাছে। অনাগত রাজকন্যার কী নাম হতে পারে, তা ভেবে মাসখানেক না ঘুমানো ফোলা চোখ নিয়ে স্বপ্নময় এক অপেক্ষা চলছে তখন। বাসায় ফিরতে সে রাতে সাড়ে ১১টা বেজে গেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন