ঋণের ভারে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। স্বপ্নের শহর গড়ার স্বপ্ন দেখিয়ে মেয়র হওয়ার পর প্রায় ৮১৪ কোটি ২০ লাখ টাকা দেনা রেখে মেয়র পদ ছাড়বেন আ জ ম নাছির উদ্দীন। সিটি করপোরেশন আগের দুই মেয়রের পথ ধরে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনও বিশাল ঋণের বোঝা দিয়ে অগ্রজদের পথে হাঁটবেন কয়েকদিন পর। আগামী ৫ আগস্ট পূর্ণ হবে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও তাঁর পরিষদের মেয়াদ। এর আগে সাবেক মেয়র এম মনজুর আলম প্রায় ৩০০ কোটি টাকা দেনা রেখে মেয়র পদ ছেড়েছেন। তারও আগে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ৬০ কোটি টাকার দেনা রেখে যান। চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়বর্ধক প্রকল্পগুলো একে একে বন্ধ হয়ে যা