আর কোনও যুদ্ধ হবে না : কিম

দৈনিক আজাদী প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ০৭:৩৯

.tdi_2_f40.td-a-rec-img{text-align:left}.tdi_2_f40.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বহির্বিশ্বের নিরবচ্ছিন্ন চাপ এবং সামরিক হুমকি সত্ত্বেও নিজেদের পারমাণবিক অস্ত্র দেশের সুরক্ষা এবং ভবিষ্যতের গ্যারান্টি হওয়ায় ‘আর কোনও যুদ্ধ হবে না’ বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল মঙ্গলবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতা এমন মন্তব্য করেছেন বলে জানানো হয়েছে। কেসিএনএ বলছে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের অবসানের ৬৭তম বার্ষিকীর দিনে ২৭ জুলাই এক অনুষ্ঠানে কিম জং উন এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে কোরীয় যুদ্ধের প্রবীণ সৈনিকদের সংবর্ধনা দেন তিনি। বক্তৃতায় কিম জং উন বলেন, আরেকটি সশস্ত্র সংঘাত ঠেকাতে ‘নিরঙ্কুশ শক্তি’ অর্জনের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া। তিনি বলেন, সর্বোচ্চ শক্তির বিরুদ্ধে লড়তে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছি। আমরা এখন যেকোনও সাম্রাজ্যবাদী ও বৈরী শক্তির তীব্র চাপ এবং সামরিক হুমকির মুখে নিজেদের রক্ষা করতে সক্ষম। উত্তর কোরিয়ার এই নেতা বলেন, ‘আমাদের বিশ্বস্ত এবং কার্যকর আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধকারীকে ধন্যবাদ। আর কোনও যুদ্ধ হবে না।.tdi_3_45b.td-a-rec-img{text-align:left}.tdi_3_45b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us