আহারে ঈদ!

বাংলা ট্রিবিউন শান্তনু চৌধুরী প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৩:৩৬

উৎসব প্রিয় বাঙালি জাতির জন্য গেলো পাঁচটি মাস কেটেছে একেবারে উৎসবহীন। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার পর দৃশ্যত আর কোনও উৎসবে মাততে পারেনি বাঙালি। তবে শুধু বাঙালি বা বাংলাদেশিদের কথাই বা বলি কেন। পৃথিবীর সব দেশে মুছে গেছে উৎসবের রঙ। করোনার প্রকোপ না কমলেও যেভাবে মানুষজন ‘থোড়াই কেয়ার’ করে করোনার সাথে বসতি করার মানসিকতা নিয়ে বাইরে বের হচ্ছেন, তাতে মনে করা হয়েছিল অন্তত ঈদ উল আজহা বা কোরবানির ঈদটা হয়তো জমে উঠবে। কিন্তু করোনার মতো এক ভয়ংকর ভাইরাস যে উৎসবেও বাগড়া দিয়ে বসে আছে! অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভ্যাকসিন আসার আগে অথবা এই বছরে আর কোনও উৎসবই ঠিক মতো জমবে না। হয়তো কোনও উৎসবই উদযাপন করা হবে না। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে পালন করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us