পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহামুদ লিটনের বিরুদ্ধে চাল চুরির তদন্ত নিয়ে অভিযোগ উঠেছে। তদন্তের দিন বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা চত্বরে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার পক্ষে অবস্থান নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তার ক্যাডার বাহিনী। এমনকি তদন্তে অংশ নেয়া ভুক্তভোগীদের হামলা-মামলার ভয় দেখানো হয়েছে।