পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মারা গেছেন
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ২০:১৩
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, বয়স হয়েছিল ৭৮ বছর। কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলেন, পুরনো পেসমেকার বদলানোর জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গতকাল মাঝরাতের পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। রাত ১টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু সংবাদ পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সোমেন মিত্রের নাম জড়িয়ে রয়েছে বহুকাল ধরে। ১৯৭২ সাল থেকে ২০০৬ পর্যন্ত পর পর সাত দফা মধ্য কলকাতার শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিবার জিতে এসেছেন সোমেন মিত্র। পুরো শিয়ালদহ, বৌবাজার, আমহার্স্ট স্ট্রিট এলাকায় ওঁকে সবাই ছোড়দা বলে ডাকতো। কংগ্রেসের সদস্য হিসেবে তিনি বিধানসভায় নির্বাচিত হলেও একবারের জন্য তৃণমূলে ঢুকেছিলেন এবং ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে লোকসভার সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।