অটোমোবাইল কোম্পানিও মাস্ক না দিয়েই ৯ কোটি টাকা নিয়ে গেছে
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৬:০৩
করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহের কাজ পেয়েছে এক অটোমোবাইল কোম্পানি। সেই কোম্পানির ঠিকানায় অবশ্য কোনো কার্যালয়ের অস্তিত্ব মেলেনি। চুক্তি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে পিপিই-মাস্ক-গ্লাভস সরবরাহ করার কথা থাকলেও ৮৪ দিন পর্যন্ত একটি পণ্যও সরবরাহ করেনি। অথচ ৯ কোটি ৫৭ লাখ টাকা তুলে নিয়েছে কোম্পানিটি।