সেবা প্রদানে পিছিয়েপড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নানা অনিয়মের তথ্য তুলে ধরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এখানে কেবল দুর্নীতিই নয়; দায়িত্বে গাফিলতি রয়েছে, রয়েছে অপচয় ও অবহেলাও। তাই প্রশাসনিক সংস্কারে হাত দিয়েছি। করপোরেশনের শীর্ষ পর্যায় হতে শুরু করে মাঠ পর্যায়ে এই ব্যবস্থা গৃহীত হচ্ছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
নিজের উপলব্ধি তুলে ধরে মেয়র বলেন, ডিএসসিসির দায়িত্ব নেওয়ার পর আমি উপলব্ধি করেছি, এখানে কেবল দুর্নীতিই নয়; দায়িত্বে গাফিলতি রয়েছে, রয়েছে অপচয় ও অবহেলাও। তাই প্রশাসনিক সংস্কারে হাত দিয়েছি। করপোরেশনের শীর্ষ পর্যায় হতে শুরু করে মাঠ পর্যায়ে এই ব্যবস্থা গৃহিত হচ্ছে। ডিএসসিসিকে একটি কর্তব্যপরায়ণ ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা এবং কর্মকর্তা-কর্মচারীদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই সংস্কার কার্যক্রম চলমান থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের সকল পর্যায়ে আমরা একটি বার্তা পৌঁছে দিয়েছি, গত ১৭ মে হতে আগামী ৫ বছর সম্পূর্ণ ভিন্নতর। কোন ধরনের দুর্নীতি, অবহেলা ও গাফিলতি বরদাশত করা হবে না। এসবের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহত থাকবে।