রাজীব আহমেদ মূলত গানের মানুষ। তার লেখা অসংখ্য গান এখনও মানুষের মুখে মুখে! ‘পাগলা হাওয়া’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘রাখিনি আমায় কেউ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘ও আমার সখী’, ‘এক আকাশের তারা’র মতো গান বিশেষভাবে উল্লেখযোগ্য! তবে এখন তিনি ব্যস্ত ভিজ্যুয়াল গল্প নির্মাণে।তবু সুযোগ হলেই স্বস্তি নিয়ে গানের কথা লেখার কাজটি করেন! নিয়মিত কেন গান লেখেন না, এ বিষয়ে স্পষ্ট যুক্তি এই প্রখ্যাত গীতিকারের। তিনি বলেন, এখন যেহেতু গান আর শোনার বিয়ষ নয়, তাই আমিও গান লিখি না। খুব কম লিখছি। এখন নাটক লিখছি নিয়মিত। তবে এই ঈদে আমার লেখা একটি গানও আসছে!