বাড়তি ভাড়া দিয়েও গাদাগাদি করে বাড়ি ফিরছে মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৩:৩২

ঈদের বাকি আর মাত্র একদিন। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট দিয়ে বাড়ি ফিরছে হাজারো মানুষ। কিন্তু যাত্রী, শ্রমিক ও পথচারী কারও মধ্যেই নেই সামাজিক দূরত্ব। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এবং বাস টার্মিনাল এলাকায় ঘরমুখো মানুষের চাপ দেখা যায়।


সময় যত গড়াবে যাত্রীদের চাপ ততই বাড়বে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। এদিকে বাড়তি ভাড়া নিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সরকার যাত্রী পরিবহনের নির্দেশনা দিলেও সেটি মানছেন না যানবাহনের চালকরা। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে গাদাগাদি করে বহন করছেন যাত্রী। এছাড়া লঞ্চ, ফেরি ও টার্মিনালেও নেই সামাজিক দূরত্ব। অন্যদিকে পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us