হজ পালন : সুশৃঙ্খল-নিরাপদ দূরত্ব বজায়ের নজরকাড়া ছবিতে বিস্ময়
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১০:১৮
ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হজ। ইসলাম ধর্মের লাখ লাখ অনুসারী এই ধর্মীয় বিধান পালনের উদ্দেশ্যে প্রতিবছর জড়ো জন সৌদিতে। প্রতি বছর ২০ লাখের অধিক মুসলিম অংশ নেন হজে। তবে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এবার প্রেক্ষাপট ভিন্ন। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ এড়াতে খুবই সীমিত পরিসরে পালন করা হচ্ছে হজ।
এবার মাত্র এক হাজার নাগরিককে এই ধর্মীয় বিধান পালনের সুযোগ দিয়েছে সৌদি সরকার। বুধবার থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। তবে বৈশ্বিক বিপর্যয় সৃষ্টিকারী মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) থেকে রক্ষা পেতে এবার হজে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।