বহুযুগ ধরেই বাদুড়ের শরীরে ছিল করোনা!

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ২০:১১

সারা বিশ্বে লাখ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। কোথায় থেকে, কিভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ল গোটা দুনিয়ায় তা জানার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন একাধিক দেশের শতাধিক বিজ্ঞানী ও গবেষক। এ পর্যন্ত পৃথিবীতে করোনার সমগোত্রীয় যে সমস্ত ভয়ানক ছোঁয়াচে ভাইরাস ঘটিত রোগ ছড়িয়েছে, তার জন্য মূলত দায়ী বাদুড়। তাই করোনার ক্ষেত্রেও প্রথমিকভাবে বাদুড়ের ওপরের গবেষণা চালাতে শুরু করেন বিজ্ঞানীরা।  বিজ্ঞানীরা দেখেছেন, মালয়েশিয়া, উগান্ডা, বাংলাদেশ বা অস্ট্রেলিয়ায় মারবার্গে নিপা ও হেন্ড্রা-র মতো যে সমস্ত ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ হয়েছিল সে ক্ষেত্রেও ভাইরাসের উৎস ও ধারক ছিল এই স্তন্যপায়ী প্রাণীটি। একাধিক গবেষণায় দেখা গেছে, বাদুড়ের শরীরই হলো বিভিন্ন রকম ভয়ঙ্কর ভাইরাসের আঁতুড় ঘর। এদের শরীরে ইবোলা, রেবিস, সার্স, মার্স’র মতো ভয়ঙ্কর সব ভাইরাসের বাস। এগুলোর মধ্যে সার্স ও মার্স ভাইরাস সম্প্রতি করোনাভাইরাসের সমগোত্রীয় হিসেবে চিহ্নিত হয়েছে। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ইনফেক্সাস ডিজিজ ডায়নামিক্স -এর একদল বিজ্ঞানী করোনাভাইরাসের উৎস খুঁজতে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us