সড়ক পরিবহন আইন: কাগজে আছে, বাস্তবে আংশিক প্রয়োগ

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৮:৫১

বাংলাদেশে নিরাপদ সড়ক আইন পাশের পর প্রায় দুই বছর পার হতে চললেও এখনো আইনটি পুরোপুরি কার্যকর হয়নি।

দু'হাজার আঠারো সালের ২৯শে জুলাই ঢাকার দুই কলেজ শিক্ষার্থী সড়কে বাস চাপায় প্রাণ হারানোর পর শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ১৯শে সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন পাস করে সরকার।

একই বছর সেপ্টেম্বরে আইনটি পাশ হলেও সেটি কার্যকর করা হয় পরের বছর পহেলা নভেম্বর থেকে।

কিন্তু তখন পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির মুখে সরকার চারটি ক্ষেত্রে প্রয়োগ ২০২০ সালের জুন মাস পর্যন্ত বন্ধ রাখে।

সেই বন্ধ থাকার মেয়াদ এই বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে আইনটি আংশিকভাবে কার্যকর হলেও প্রধান কয়েকটি ক্ষেত্রে প্রয়োগ আটকে রয়েছে।

বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক খন্দকার অলিউর রহমান বিবিসি বাংলাকে বলছেন, ''জুন মাস পর্যন্ত এইসব ক্ষেত্রে আইনটি প্রয়োগ শিথিল থাকলেও সম্প্রতি তা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার আমরা পেয়েছি।''
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us