দুর্নীতির দায়ে ১২ বছর জেল এবং চার কোটি ৯০ লাখ ডলার জরিমানা হয়েছে নাজিব রাজাকের। মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নাজলান ঘাজালি এই রায় দিয়েছেন। তবে এখনই শাস্তি কার্যকর হচ্ছে না। কারণ, বিচারপতি জানিয়ে দিয়েছেন, একটা আবেদনের শুনানি এখনও বাকি আছে। তা না হওয়া পর্যন্ত এই শাস্তি কার্যকর হবে না। তাই ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেও নাজিব আপাতত জেলের বাইরে থাকবেন।
নাজিব জানিয়েছেন, ''আমি এই রায় নিয়ে একেবারেই সন্তুষ্ট নই। কিন্তু আমাদের দেশের ব্যবস্থায় হাইকোর্ট প্রথম রায় দেয়। এটা একজন বিচারপতির রায়। এই রায়ের বিরুদ্ধে আবেদন করা যাবে এবং আমি তা করব।''