প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা ‘এক্সপ্রেসওয়ে’। গত মার্চে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও ফুটওভারব্রিজসহ আনুষঙ্গিক আরো কিছু অবকাঠামোর কাজ বাকি রয়ে গেছে। অসমাপ্ত এসব কাজ শেষ করতে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১১১ কোটি টাকা। তবে এ বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা। এজন্য নির্মাণব্যয় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রকল্পটির স্টিয়ারিং কমিটির সভায় ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত পোষণও করেছেন সংশ্লিষ্টরা।