সেই দিনের স্মৃতি এখনো তাড়া করে ফেরে ১২ শিক্ষার্থীকে
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ২৩:৫৯
বাসে চাপা দেওয়া সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে আহত ১২ শিক্ষার্থীকে। দুই বছর আগে এই দিনে রাজধানীর কুর্মিটোলা উড়ালসড়কের ঢালে যাত্রীবাহী তিনটি বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম ও আবদুল করিমের প্রাণ কেড়ে নেয়। ওই ঘটনায় একই প্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী গুরুতর আহত হন।
সেই ভয়াবহ ঘটনায় কারও হাত, কারও পা ভেঙে গেছে। কারও মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, আবার কারও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। কয়েকজন শিক্ষার্থী এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, শরীরে ক্ষত রয়ে গেছে। সরকার সে সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা করে দিয়েছিল। এই শিক্ষার্থীরা এখন উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।