ঠাকুগাঁও সদরে যে সময়টাতে সরকারি গুদামে গম কেনা শুরু হয়েছে, তখন কৃষকের হাতে গম ছিল না। আগেই বিক্রি করে ফেলেছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা তা কম দামে কিনে মজুত করে রেখেছিলেন। এ ছাড়া গুদামে কৃষকের হয়রানির কথা ছড়িয়ে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে মধ্যস্বত্বভোগীরা কৃষকদের কাছ থেকে কৃষি কার্ড হাতিয়ে নিয়েছেন।