প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটকে বাপার অবস্থান কর্মসূচি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৯:০৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন না মেনে একটি টিলার সঙ্গে কয়েকটি গাছও কাটা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটি সরেজমিন পরিদর্শন শেষে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই অভিযোগ করে।আজ বিকেলে ‘পরিবেশপ্রেমীদের প্রতিবাদী অবস্থান’ শীর্ষক ব্যানারে ওই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী।