শ্রাবণের পঞ্চম দিন আজ। সারা দিন ধরেই অঝোরে বৃষ্টি। যেন বর্ষার ছোঁয়ায় প্রকৃতি তার সব কালিমা ধুয়েমুছে নিচ্ছে। বর্ষা কারও কাছে ভোগান্তি, কারও কাছে রোমান্টিক, আবার কারও কাছে বিষণ্নতা! সবকিছু ছাপিয়ে শ্রাবণের বৃষ্টি যেন এক অন্য রকম প্রশান্তির সঞ্চার করে।
বৃষ্টি এলেই স্মৃতিপটে ভেসে ওঠে ছেলেবেলার চাঞ্চল্যকর দিনগুলো। বৃষ্টি হলেই ছুটে ভিজতে নেমে যেতাম, আবার বাজ পড়ার শব্দ শুনেই ভয়ে চুপসে যেতাম। কখনোবা পা...