কাপ্তাই হ্রদ দখল করে জেলা পরিষদের অভিজাত ক্লাব নির্মাণ!
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৩:২১
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ বেদখল করে অভিজাত ক্লাবের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে। হ্রদের ওপর নির্মাণাধীন এই ভবন নির্মাণে মানা হচ্ছে না কোন নিয়ম। এমনকি জেলা প্রশাসন নির্মাণ কাজ বন্ধে নির্দেশনা দিলে তাতেও কর্ণপাত করা হয়নি। সরকারি নিয়ম-নীতি অমান্য করে হ্রদের ওপরেই এই স্থাপনা নির্মিত হলে ওই এলাকায় বেশ কিছু জটিলতা সৃষ্টি হবে।
স্থানীয়রা বলছেন, এই দখলের কারণে একদিকে সৌন্দর্য্য হারাচ্ছে কাপ্তাই হ্রদ। ঝুঁকিতে পড়বে জেলা শহরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তবলছড়ি নৌযান ঘাট, আরো সংকুচিত হবে নৌ-চলাচলের পথও। অন্যদিকে কাপ্তাই হ্রদ বেদখলে আরো উৎসাহিত হয়ে উঠবে হ্রদ খেকোরা।