যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের মামলা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে পারে: আইনজীবী
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ০৭:৫০
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার রাজনৈতিক উদ্দেশে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে প্রত্যর্পণের মামলাটি ব্যবহার করে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী দল। সোমবার (২৭ জুলাই) ব্রিটিশ আদালতে এক শুনানির সময়ে এই আশঙ্কার কথা জানান অ্যাসাঞ্জের আইনজীবীরা। ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এই শুনানির সময় গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ভিডিও লিংকে সংযুক্ত ছিলেন অ্যাসাঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের আদালতে তুলে দেওয়া নিয়ে ব্রিটিশ আদালতে চলা মামলার শুনানি সোমবার অনুষ্ঠিত হয়। এই মামলা শুরুর কয়েক মাস পর সম্প্রতি অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ আদালতের সামনে এসব অভিযোগ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি। তবে গত মাসে মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা নতুন অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিতে ২০০৯ সালে নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সম্মেলন থেকে হ্যাকার নিয়োগের চেষ্টা করেছিলেন অ্যাসাঞ্জ।