যারা সিনেমা করছেন না, তারাই সিনেমা নিয়ে বেশী লাফাচ্ছেন!
প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১৯:০৭
# অনেক দিন ধরে চুপ করে আছি! কিছু বলছি না! আমরা কেউ কিছু বলবোও না! শুধু যার উপর আসবে -সে ই বলবে! আর বাকি সবাই আহারে উহুরে করবে! আর যদি কেউ একটু আগ বাড়িয়ে বলেই তবে- তার উপর অপমান, অসম্মান, শোকজ, বয়কট, মামলা, হামলা এগুলো আসবে! আমি অবশ্য এসব কিছুতে ভয় পাই না! যাই হোক, আজ কিছু কথা বলি, মানে বলতে চাই....