উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল ‘নগর চত্বর’ এর নাম
প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ২১:৫২
সিলেট নগর ভবনের সামনে 'সিটি পয়েন্ট'কে নতুন নাম 'নগর চত্বর' লেখা নেমপ্লেট সাটিয়ে নামকরণ করে রোববার সন্ধ্যায় উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে 'নগর চত্বর' এর নেমপ্লেট তুলে ফেলে 'কামরান চত্বর' নামকরণ করলেন সিলেটের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আর তাদের সাথে এ কাজে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনেরই চারবারের নির্বাচিত কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।