ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ২১ বছর বয়সী বাংলাদেশি পেসার কাজী অনিক। অপরাধ স্বীকার করে নিয়ে দুই বছরের নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন এই বাঁহাতি পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদক বিরোধী নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবাার (২৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানান, মেথামফেটামিন নামক এক ধরনের ওষুধ সেবনের মাধ্যমে বিসিবির এন্টি ডোপিং কোডের ৮.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন কাজী অনিক। তার বিরুদ্ধে আসা অভিযোগও সে স্বীকার করেছে। আগামী দুই বছর নিষেধাজ্ঞার কারণে কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি।