বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের ঠিক আগে খবরটি শোনা গিয়েছিল প্রথম। ড্রাফট থেকে কাজী অনীকের নাম সরিয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ হিসেবে বলা হয়েছিল ২০১৮ সালের নভেম্বরে জাতীয় লিগ চলাকালে ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা বাঁহাতি পেসারকে অবশেষে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। যার অর্থ ২০২১ সালে ৮ ফেব্রুয়ারি আবার ক্রিকেটে ফিরতে পারবেন অনীক।