আগামী ২ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক দপ্তরের সাথে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন।
চিকিৎসার ফলোআপের জন্য গত ১ জুলাই (বুধবার) বিকেলে লন্ডনের উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী। করোনা মহামারীতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। একারণে সেখানে পৌঁছানোর ১৪ দিন পরে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়। আর এ কারণেই তিনি চিকিৎসার কাজে অর্থমন্ত্রীকে একটু বেশী সময় দেশের বাইরে থাকতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।