খবরটি প্রকাশ হতেই মজা পেয়েছিলেন সবাই। এবার লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে মোটে এক গোল করেছিলেন এডেন হ্যাজার্ড। তবু লা লিগা জয়ের কারণে দলবদলের শর্ত মেনে চেলসিকে ১৫ মিলিয়ন ইউরো দিতে হবে রিয়ালকে। লিগ জয়ে যাঁর বলতে গেলে কোনো অবদান নেই তাঁর জন্য এত অর্থ খরচ! ‘টাকা পানিতে ফেলা’র খুব ভালো উদাহরণ বলা যায় একে।
মৌসুমের শুরুতে রিয়াল নিশ্চয় এমনটা ভাবেনি। জিনেদিন জিদান বহুদিন ধরেই রিয়ালে চাচ্ছেন হ্যাজার্ডকে। ২০১২ সালে যাকে চেয়েছিলেন তাঁকে ২০১৯ সালে পেয়েছেন ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সঙ্গে শর্ত সাপেক্ষে আরও ৩০ মিলিয়ন ইউরো তো আছেই। ক্রিস্টিয়ানো রোনালদো রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার দায়িত্বটা দেওয়া হয়েছিল হ্যাজার্ডকে। আর সে মৌসুমকেই ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম বলে নিজেই স্বীকার করে নিয়েছেন বেলজিয়ান উইঙ্গার।