বেনাপোল দিয়ে প্রথম কন্টেইনারবাহী ট্রেন আসলো ভারত থেকে
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৬:০৪
ভারত থেকে বাংলাদেশের বেনাপোল দিয়ে প্রথম কনটেইনারবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ২৫টি ফ্ল্যাট ওয়াগনে ২০ ফুটের ৫০টি কন্টেইনার নিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রেনটি বেনাপোল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ভারত থেকে আসা প্রথম কন্টেইনারবাহী ট্রেনে, জিলেট সেভিং ফোম, হেয়ার শ্যাম্পু, সেভিং ব্লেড, কটন ফেব্রিকস পণ্য এসেছে।