রায়হান কবিরকে আইনি সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৫:২৫
রায়হান কবির অবৈধ অভিবাসীদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে কথা বলায় মালয়েশিয়ায় আটক প্রবাসী বাংলাদেশি শ্রমিক রায়হান কবিরকে আইনি সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বরাবর এ চিঠি পাঠানো হয়। সম্পর্কিত খবর মালয়েশিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ বাংলাদেশি গ্রেপ্তারমালয়েশিয়ায় মানব পাচারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানমালয়েশিয়ায় লকডাউন বাড়ানো হল ৯ জুন পর্যন্ত মানবাধিকার কমিশনের পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, শুধু সাক্ষাৎকার দেওয়ায় এভাবে বিজ্ঞপ্তি দিয়ে খোঁজা, ওয়ার্ক পারমিট বাতিল করা এবং পরবর্তীতে গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বেশকিছু অভিবাসনবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন। এদিকে, দেশে তার পরিবারও গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।