মার্কিন ভিসা জালিয়াতির অভিযোগে জুয়ান তাং (৩৭) নামের একজন চীনা নারী গবেষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জুয়ান তাংয়ের সঙ্গে চীনের সামরিক বাহিনীর সম্পৃক্ততা রয়েছে, যা তিনি গোপন করেছেন। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একটি কারাগারে জুয়ানকে আটক রাখা হয়েছে। ২৭ জুলাই ফেডারেল আদালতে তাঁকে হাজির করানো হবে।
জানা গেছে, আমেরিকায় বসবাসরত জুয়ান তাংসহ আরও তিনজন বিজ্ঞানীর বিরুদ্ধে তাঁদের অবস্থান, পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২৩ জুলাই বিচার বিভাগ ভিসা জালিয়াতির অভিযোগ আনে। অভিযোগে বলা হয়েছে, তাঁরা চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্য হিসেবে তাঁদের অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন।