কয়েকদিন পরই কোরবানির ঈদ। এ উপলক্ষে জমে উঠেছে সারা বছর ঝিমিয়ে থাকা ফেনীর কামার পল্লী। টুং-টাং শব্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দা-ছুরি-বটি বানাতে দিন-রাত ব্যস্ত সময় পার করছে কয়েকশ কামার।
শনিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, শহরের তাকিয়া বাজার, রেলগেট এলাকা, কাসেমপুর, পাঁচগাছিয়া, সদর উপজেলার লস্করহাট, দাগনভূঞার সিলোনিয়া, সোনাগাজী শহরে জমে উঠেছে প্রতিটি কামারশালা। লোহা পুড়িয়ে ধারালো অস্ত্র তৈরির কাজ চলছে বিরতিহীন।