ঢাকার অদূরে সাভারে চামড়াশিল্প নগরী গড়ে তুলতে ২০০৩ সালে প্রকল্প নিয়েছিল সরকার। পরিবেশবান্ধব এই প্রকল্পের কাজ তিন বছরে শেষ হওয়ার কথা থাকলেও চারবার সংশোধন আনা সেই প্রকল্পটি ১৮ বছরেও শেষ করা যায়নি। আর পরিবেশবান্ধব না হওয়ায় বর্তমানে চামড়া শিল্প সংশ্লিষ্টদের বৈশ্বিক প্ল্যাটফর্ম লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এর ফলে বিদেশি বড় ব্র্যান্ড বাংলাদেশি চামড়ার তৈরি পণ্য কেনে না। এতে বিপাকে পড়েছে ট্যানারি মালিকরা।
তারা বলছেন, এমনিতেই করোনা সংকট তার উপর চামড়া শিল্প নগরির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় তারা চিন্তিত। তবে চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালক জিতেন্দ্রনাথ পাল ঢাকাটাইমসকে বলেন, চলতি বছরের জুনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যেত কিন্তু করেনার কারণে কাজ বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি।