ভ্রমণকালে করোনা আক্রান্ত হলে চিকিৎসার খরচ দেবে এমিরেটস
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১৭:০৬
আকাশপথে ভ্রমণে যাত্রীদের মাঝে আস্থা ফেরাতে বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। এই সংস্থার ফ্লাইটে ভ্রমণকালে কোনো যাত্রীর কভিড-১৯ শনাক্ত হলে তার চিকিৎসা বাবদ সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ইউরো এবং কোয়ারেন্টিনের ক্ষেত্রে ১৪ দিনের জন্য প্রতিদিন ১০০ ইউরো করে ব্যয় করবে এয়ারলাইনটি।
ভ্রমণের শ্রেণি ও গন্তব্য নির্বিশেষে ভ্রমণকারী যে কোনো যাত্রী এই সুবিধা পাবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সেবা বহাল থাকবে।