মেট্রো রেলের ৭৬ শ্রমিককে ভুয়া করোনা ভাইরাস ‘নেগেটিভ’ প্রতিবেদন দেয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।আজ শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার থানার এসআই ইয়াদুর রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মো. মইনুল ইসলাম তা মঞ্জুর করেন।