ইপিএলে চ্যাম্পিয়ন লিভারপুল বনাম চেলসির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ শেষ। ম্যাচ জিতে নিয়ে শিরোপা উৎসবও করে ফেলেছে ক্লপ বাহিনী। তবে লড়াইটা শেষ হয়েও যেন এখনো শেষ হয়নি! মাঠের বাইরে এবার কথার লড়াইয়ে নেমেছেন দুই দলের কোচ। গেল বুধবার ম্যাচ চলাকালীন চেলসির এক ফাউলকে কেন্দ্র করে লিভারপুলের সহকারী কোচ পেপিন লিন্ডার্সের সঙ্গে তর্কে জড়ান চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
ম্যাচ শেষেও ক্ষোভ ঝেড়েছেন ল্যাম্পার্ড। বলেছেন, ওরা শিরোপা জিতেছে ঠিক আছে। তাই বলে অমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে হবে নাকি? লিভারপুলকে 'ফেয়ার প্লে' ফুটবলের পরামর্শও দেন ল্যাম্পার্ড।