কিশোরগঞ্জের ভৈরবে জুন মাসে প্রতিদিন গড়ে ১৩ জন কোভিড-১৯–এ আক্রান্ত হন। জুলাইয়ে এসে তা কমতে শুরু করে। শেষ দুই দিনের সংক্রমণ ছিল শূন্য। সংক্রমণশূন্য দুই দিন পার করতে পারায় অনেকটা স্বস্তি প্রকাশ করেছে করোনা প্রতিরোধ কমিটি। স্বাস্থ্য বিভাগ জানায়, ভৈরবে মোট আক্রান্ত ৫৪৬ জন। মারা গেছেন ১৪ জন। নমুনা পরীক্ষা হয় ২ হাজার ৯১৮ জনের। এরই মধ্যে সোম ও মঙ্গলবার পাঠানো নমুনার ফল এসেছে শূন্য। এই দুদিনে নমুনা পরীক্ষা করা হয় ১৩টি।