ঈদের দিন ঘনিয়ে এলেও অন্যান্য বছরের মতো এবার এখনও জমে উঠেনি ঠাকুরগাঁও এর কোরবানির পশুর হাট। এই অবস্থায় জেলার প্রায় ১৪ হাজার খামারি পড়েছেন চরম অনিশ্চয়তায়। কোরবানি সামনে রেখে গরু মোটাতাজাকরণ করলেও ক্রেতার না থাকায় চোখেমুখে অন্ধকার দেখছেন তারা।
একদি বাজারে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিটি পশু লালন পালন করতে খামারিকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে। অনেকে ব্যাংক বা এনজিও থেকে সুদের উপর থেকে ঋণ নিয়ে পশু লালন-পালন ব্যয় করে আসছেন। আশা ছিল পশু বিক্রি করে দেনা শোধ দিয়ে নিজেরাও লাভবান হবেন। কিন্তু করোনা মহামারীর কারণে বাইরের এ বছর জেলা থেকে পাইকার আসতে না পারায় বেশিরভাগ খামারের পশু অবিক্রিত খাকার আশংকা করছেন খামারিরা।