শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সারের মতো ব্লাডেও ক্যান্সার হয়। যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া যে কারো হতে পারে। তাই এখন থেকেই আমাদের সতর্ক থাকা খুব জরুরি।
সাধারণত যেসব মানুষ ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়াতে ভোগেন তাদের রক্তের শ্বেত রক্ত কণিকাগুলো কার্যক্ষম হয় না। যার কারণে রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি খুব দ্রুতই ভয়ানক অবস্থায় চলে যেতে পারেন। তাই আগে থেকে এর লক্ষণগুলো সম্পর্কে জানা থাকলে শুরু থেকেই চিকিৎসা করানো সম্ভব।