জাফলংয়ে পাথর ও বালু তোলা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১১:০৩

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই স্থানে দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হলো। একটি অবৈধ পাথর ও বালু ব্যবসা বন্ধের দাবিতে। স্থানীয় পরিবেশবাদীরা ৭ জুলাই জাফলংয়ে এ মানববন্ধন করেন। সেই মানববন্ধন ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের বিরুদ্ধে ছিল না। ছিল দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবিতে। ২০১৫ সালে জাফলংকে পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পাথর ও বালু উত্তোলন বন্ধ রাখা হয়।

কিন্তু এরপরও পাথর ও বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি জাফলং সেতুর নিচ দিয়ে অবৈধভাবে বালু-পাথর তোলা হচ্ছিল। এ প্রেক্ষাপটে ১ জুলাই প্রথম আলোয় ‘দেখউকা কারবার, কী মধু’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে স্থানীয় প্রশাসন ইসিএর কমিটির সঙ্গে বৈঠক করে বালু ও পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ করে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us