নেত্রকোনায় পলিথিন কারখানা সিলগালা, মালিককে ১ বছরের জেল
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১০:২৫
জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানার সন্ধান মিলেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন তৈরির মালামাল জব্দ করা হয়েছে। মালিক জাহাঙ্গীর হোসাইনকে দেড় লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী বাজারের কাছে একটি গোডাউনে গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চলে।